আফগানিস্তানের চাক জেলায় দুর্বল মোবাইল সিগন্যাল নিয়ে ভুগছিলেন গ্রামবাসীরা… কিন্তু তারা বিশ্বাস করেন এর সমাধান খুঁজে পেয়েছেন। তারা মোবাইল ফোন খালি খালি ড্রাম বা বোতলের ভেতরে রাখেন, এতে সিগন্যাল ভালো পাওয়া যায়।

আফগানিস্তানের চাক জেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের সমস্যায় ভুগছিলেন। গ্রামের ভেতরে দাঁড়িয়েও ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

কিন্তু স্থানীয়রা অদ্ভুত এক সমাধান খুঁজে পেয়েছেন। তারা খালি ড্রাম বা বড় বোতলের ভেতরে মোবাইল ফোন রাখলে সিগন্যাল তুলনামূলকভাবে ভালো পাওয়া যায় বলে দাবি করছেন। ফলে এখন ওই অঞ্চলে অনেককেই কল করার সময় বা ইন্টারনেট ব্যবহার করতে চাইলে হাতে ফোন না ধরে তেলের পাত্রের ভেতরে রাখতে দেখা যায়।

গ্রামবাসীর ভাষ্য, এই অদ্ভুত কৌশলেই তাদের যোগাযোগ কিছুটা হলেও সহজ হয়েছে। যদিও বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে স্থানীয়রা এটিকে নিজেদের প্রযুক্তি হিসেবে ব্যবহার করে চলেছেন।

প্রযুক্তিবিদদের মতে, খোলা ধাতব পাত্র কখনো কখনো অ্যান্টেনার মতো কাজ করে, যা সংকেতকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তবে এর কার্যকারিতা সব সময় একরকম নাও হতে পারে।

সোর্স: বিবিসি বাংলার ফেসবুকের ভিডিও থেকে নেওয়া)