মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের অভিবাসন বিভাগ এক অভিযানে ৭৫ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে। এদের মধ্যে সাতজন স্বীকার করেছেন যে তারা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের সুংগাই গোলোক নদীপথ দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন।
জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, গ্রেফতারদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, একজন ভারতীয় এবং একজন মিয়ানমারের নাগরিক।
তিনি আরও বলেন, এই অভিবাসীরা সীমান্তের অবৈধ পয়েন্ট ব্যবহার করে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারু লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে আনা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা মালয়েশিয়ার পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিল।
জেআইএমের গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৭৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে—যাদের মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক।
গ্রেফতারকৃত সবাইকে তদন্তের জন্য তানাহ মেরাহ অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি), এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রুল ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে তদন্তাধীন।
অভিযানটি সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ শ্রমিক প্রবেশ রোধে জেআইএমের চলমান তৎপরতার অংশ বলে জানিয়েছেন পরিচালক।