রয়টার্স : আবারও বন্দী বিনিময় শুরু করেছে ইউক্রেন ও রাশিয়া। এবারের পর্যায়ে প্রথম ধাপে গত সোমবার ২৫ বছরের কম বয়সীদের মুক্তি দেওয়া হয়। গত সোমবার ঠিক কতজন বন্দি বিনিময় হয়েছে, তা কোনও পক্ষ থেকেই জানানো হয়নি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, উভয় পাশই সমান সংখ্যক সেনাসদস্য বিনিময় করেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিয়মিত নৈশ ভিডিও বার্তায় বলেছেন, রুশ পক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, এই বন্দি বিনিময় কয়েকধাপে সম্পন্ন হবে। চলতি মাসের ২ তারিখে ইস্তানবুলে আয়োজিত বৈঠকে এই বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বৃহত্তর রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে না পারলেও যুদ্ধবন্দি এবং নিহতদের দেহ ফেরত দেওয়ার মতো মানবিক ইস্যুতে দুই পক্ষ কিছুটা ঐক্যমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
ইউরোপ
আবারও যুদ্ধবন্দী বিনিময় ইউক্রেন-রাশিয়ার
আবারও বন্দী বিনিময় শুরু করেছে ইউক্রেন ও রাশিয়া। এবারের পর্যায়ে প্রথম ধাপে গত সোমবার ২৫ বছরের কম বয়সীদের মুক্তি দেওয়া হয়। গত সোমবার ঠিক কতজন বন্দি বিনিময় হয়েছে, তা কোনও পক্ষ থেকেই জানানো হয়নি।