২৬ মার্চ : রয়টার্স : চিলিতে পার্লামেন্ট ভবনের সামনে আন্দোলনরত মৎস্যজীবীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ। সিনেটের একটি কমিশন বিতর্কিত মৎস্য আইনের ওপর ভোট বিলম্বিত করার পর গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের প্রতিহত করে পুলিশ। এসময় তাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হন। কয়েকজন বিক্ষোভকারীকে কর্তৃপক্ষ গ্রেফতার করেছে। চিলির জাতীয় পতাকা হাতে বিক্ষোভকারীরা পুলিশের সাঁজোয়া যান থেকে বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করা হচ্ছে। আন্দোলনরত একাধিক ব্যক্তির হাতে চিলির জাতীয় পতাকা ছিল।
মঙ্গলবার সকালে ভালপারাইসো উপকূলে জড়ো হন কয়েক হাজার ক্ষুদ্র মৎস্যজীবী। বিতর্কিত এক মৎস্য আইনের প্রতিবাদ জানাতে তারা পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। তাদের অভিযোগ, নতুন আইন কেবল মৎস্য খাতের কিছু বৃহৎ প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রণয়ন করা হচ্ছে। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘সমুদ্র বিক্রির জন্য নয়’। এ বিষয়ে বক্তব্য জানতে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি চিলির মৎস্য শিল্পের বৃহৎ প্রতিষ্ঠানের সংগঠন সোনাপেসকা। অবশ্য পার্লামেন্টে আলোচনার পরেও প্রস্তাবটি অনুমোদন পেতে বিলম্ব হতে পারে। এমনকি এটি আইনগত বাধার মুখে পড়ার সম্ভাবনাও রয়েছে।