এক্সে ,আল-জাজিরা, রয়টার্স : তুরস্কে তীব্র তাপপ্রবাহের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ১০ অগ্নিনির্বাপণকর্মী ও উদ্ধারকর্মী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। গত বুধবার তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, আগুন নেভাতে গিয়ে ২৪ জন কর্মী দাবানলের ফাঁদে পড়েন। তাঁদের মধ্যে ৫ বনকর্মী ও ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। ইব্রাহিম ইউমাকলি জানান, দমকা হাওয়ায় আগুনের গতি হঠাৎই দিক পরিবর্তন করে। এতে আগুনের ফাঁদে পড়ে যান অগ্নিনির্বাপণকর্মী ও উদ্ধারকর্মীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হলেও ১০ জনকে বাঁচানো যায়নি। বাকি ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। মন্ত্রী আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা ৫ বনকর্মী ও ৫ উদ্ধারকর্মীকে হারিয়েছি।’ তুরস্কের সংবাদমাধ্যম বিরগুন জানিয়েছে, ওই কর্মীরা আগুনের মধ্য আটকে পড়ে ‘জীবন্ত দগ্ধ’ হন। তুর্কি পার্লামেন্টের সদস্য নেবি হাতিপওগলু সামাজিক যোগাযোগমাধ্যম লিখেছেন, ‘আমাদের শোক প্রকাশের ভাষা নেই।’
গত রোববার থেকে তুরস্কে প্রচ- তাপপ্রবাহ ও দমকা হাওয়া চলছে। ফলে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা।