রয়টার্স, ফ্রান্স২৪ : এক ধরনের চর্মরোগের কারণে গবাদিপশু নিধনের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাজার হাজার কৃষক সড়ক অবরোধ করেছেন। গত শনিবার তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দেন। এদিকে ফরাসি সরকার জানিয়েছে, ১০ লাখ গবাদিপশুকে টিকা দেওয়া হবে। ‘লাম্পি স্কিন ডিজিজ’ নামে পরিচিত নডুলার ডার্মাটাইটিস রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের কঠোর পদক্ষেপে কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার স্পেন সীমান্তসংলগ্ন লে বোর্দ-সুর-আরিজ গ্রামে একটি মাত্র গরুতে এই রোগ শনাক্ত হওয়ার পর ২০০টির বেশি গরুর পালকে জবাই করেন পশুচিকিৎসকরা।নিধন কার্যক্রম চালাতে গেলে ক্ষুব্ধ কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। একাধিক কৃষক ইউনিয়ন বলেছে, পুরো একটি পাল’কে জবাই করা কার্যকর কোনও সমাধান নয়। এই সিদ্ধান্তকে উন্মাদনা আখ্যা দিয়ে তা বন্ধ করতে ফ্রান্সজুড়ে অবরোধের আহ্বান জানিয়েছেন তারা। গত শনিবার ডজন ডজন ট্রাক্টর সড়ক অবরোধ করে। অন্যগুলো সরকারি ভবনের সামনে পার্ক করা হয়। এ সময় কৃষকরা খড়ের গাঁদা ও টায়ারে আগুন ধরান। শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া অবরোধের কারণে বায়োন থেকে তার্বস পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এ-৬৪ মহাসড়ক যান চলাচলের জন্য বন্ধ হয়ে যায়।