রয়টার্স : নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে মাউন্ট মাউঙ্গানুই এলাকায় বৃহস্পতিবার ভূমিধসের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই কিশোরও রয়েছেন। ঘটনার সময় ক্যাম্পগ্রাউন্ডে গ্রীষ্মকালীন ছুটিতে থাকা পরিবাররা ছিলেন। গত শনিবার উদ্ধারকাজ চলাকালীন মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। তবে রবিবার ঘটনাস্থলে বড় ফাটল ধরা পড়ায় নিরাপত্তাজনিত কারণে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পুলিশ সুপার টিম অ্যান্ডারসন বলেন, “সবার নিরাপত্তার জন্য আমাদের সকল কর্মীকে এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে।” প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন, নিউজিল্যান্ড ও নিউজিল্যান্ডের জনগণ আপনাদের পাশে আছে।” এ সপ্তাহের ভারী বৃষ্টিতে পাশের পাপামোয়া এলাকায় আরও দুইজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি ঠিক হলে উদ্ধার কার্যক্রম ধীরে ধীরে পুনরায় শুরু করা হবে।