DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ইউরোপ

খারকিভের স্বাস্থ্যকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় আহত ৫

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ একাধিক অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলায় অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।

Default Image - DS

১ মার্চ, রয়টার্স : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ একাধিক অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলায় অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ওলেহ সাইনিয়েহুবোভ জানিয়েছেন, তিনটি পৃথক এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে আটটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মস্কো।

তিন বছর ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে খারকিভ প্রায় নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাঁচ ব্যক্তির আহত হওয়ার কথা জানিয়েছেন সাইনিয়েহুবোভ। এদিকে মেয়র ইহোর তেরেখোভ বলছেন, অন্তত সাত লোক আহত হয়েছেন।

সাইনিয়েহুবোভ জানিয়েছেন, ড্রোন হামলার শিকার স্বাস্থ্যকেন্দ্র থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। হামলার পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন জরুরি পরিষেবা কর্মীরা। তিনি আরও বলেছেন, হামলায় অন্তত কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আরেক রুশ হামলার লক্ষ্যবস্তু ওডেসার কৃষ্ণসাগর বন্দরে ড্রোন হামলায় ব্যক্তিগত বাড়ি ও ব্যবসায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।