বিবিসি : প্রতিদিনের মতো মার্সেইয়ের সৈকত ধরে স্কুলে যাচ্ছিল কয়েকটি শিশু। তারাই ১৫ বছর বয়সি আদেলের নিথর দেহ খুঁজে পায়। প্রায় একই সময় তার মা-বাবা নিখোঁজ ছেলের জন্য থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আদেলকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এরপর তার মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অপরাধীরা। সমুদ্রতীরে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার ভিডিও কেউ একজন ধারণ করেছিল। ফ্রান্সের এই বন্দরনগরীতে মাদকচক্রের ক্রমবর্ধমান সহিংসতার এক বলি ছিল আদেল যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মাদক কেনাবেচা এবং চক্রে লোক নেওয়া হচ্ছে।
ইউরোপ
মাদকচক্রের আতঙ্ক ফ্রান্সে অপরাধে জড়াচ্ছে শিশুরা
প্রতিদিনের মতো মার্সেইয়ের সৈকত ধরে স্কুলে যাচ্ছিল কয়েকটি শিশু। তারাই ১৫ বছর বয়সি আদেলের নিথর দেহ খুঁজে পায়। প্রায় একই সময় তার মা-বাবা নিখোঁজ ছেলের জন্য থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।