ইজভেসতিয়া : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক বলেছেন, কিয়েভ ইচ্ছাকৃতভাবে এমন সব শর্ত সামনে আনছে যা মস্কোর জন্য গ্রহণযোগ্য নয়। এছাড়া ইউক্রেন শান্তি আলোচনাকে ভেস্তে দিয়ে তার দায় রাশিয়ার ওপর চাপানোর জন্য এমনটা করছে বলেও জানান তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি সময় নষ্ট করা বা এক ধরনের ব্লাফ ছাড়া আর কিছু নয়। কিয়েভ ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোকে যতোটা সম্ভব বদলে ফেলতে চায়।’
তিনি আরও বলেন, ‘বাস্তবে কিয়েভ এমন সব শর্ত দিচ্ছে যা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এরপরের ধাপ হলো রাশিয়ার ওপর অভিযোগ চাপানো যে আলোচনাকে তারাই নষ্ট করেছে। এটিই কিয়েভের মূল লক্ষ্য।’ এদিকে, গত শনিবার (৬ ডিসেম্বর) কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের ‘গঠনমূলক’ কথা হয়েছে। তবে দুপক্ষই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।