এপি : আগাম নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমে এসেছেন মানুষ। গত রোববার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ঢল নামে রাজপথে।
গত শনিবার শুরু হয় সরকারবিরোধী এই বিক্ষোভ। এদিন বেলগ্রেডে ব্যাপক আকারের এক সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
রাজধানী বেলগ্রেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং সাভা নদীর ওপরের একটি গুরুত্বপূর্ণ সেতু অবরোধ করে বিক্ষোভকারীরা। ধাতব ব্যারিকেড, রাস্তায় ফেলে রাখা আবর্জনার ডাস্টবিন এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে তারা প্রতিবন্ধকতা তৈরি করে। উত্তরাঞ্চলীয় শহর নভি সাদেও শাসকদল ‘সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি’র কার্যালয়ের সামনে ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
সার্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ছোট ছোট শহরগুলোতেও একই ধরনের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
রোববারের বিক্ষোভের মূল দাবি ছিল- শনিবারের সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীদের মুক্তি। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
টানা আট মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই শনিবারের এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেওয়া হাজার হাজার মানুষ বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেন এবং যে কোনো সহিংসতার জন্য সরাসরি সরকারের দায়িত্ব দাবি করেন।
সমাবেশ শেষ হওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সহিংসতা ছড়িয়ে পড়ে। দাঙ্গা পুলিশ পিপার স্প্রে, লাঠিচার্জ এবং ঢাল ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। অন্যদিকে, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল, বোতল ও বিভিন্ন বস্তু ছুড়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।