রয়টার্স: নিউজিল্যান্ড এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। তবে দেশটি দুই-রাষ্ট্র সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এ কথা বলেন পিটার্স। উইনস্টন পিটার্স বলেন, যুদ্ধ চলছে, হামাস এখনও গাজার বাস্তবিক সরকার হিসেবে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে এত বেশি প্রশ্ন বিদ্যমান যে এই সময়ে নিউজিল্যান্ডের জন্য স্বীকৃতি ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি আরও বলেন, আমরা এ নিয়েও উদ্বিগ্ন যে, বর্তমান পরিস্থিতিতে স্বীকৃতির ওপর মনোযোগ দেওয়া ইসরায়েল ও হামাসকে আরও অনমনীয় অবস্থানে ঠেলে দিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।