সিনহুয়া, মেহের : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)- এর পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কিভুতে চলমান সহিংসতায় এখন পর্যন্ত দেড় হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত বছরের ডিসেম্বরের শুরু থেকে এ সহিংসতা শুরু হয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কিভুতে ক্রমবর্ধমান সহিংসতায় ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত এক হাজার পাঁচশোর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রদেশটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে কামানিওলা–উভিরা অক্ষ বরাবর সংঘর্ষ তীব্রতর হয়েছে। সশস্ত্র অভিযানের ফলে সেখানে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।
চলমান নিরাপত্তাহীনতার কারণে পাঁচ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের ফ্রন্টলাইন ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে গেছে। এর ফলে উভিরা, ফিজি ও মওয়েঙ্গাসহ দক্ষিণ কিভুর একাধিক এলাকা এখন সহিংসতার প্রভাবের মধ্যে পড়েছে। সরকার এই সহিংসতা বৃদ্ধির জন্য অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তাদের বিরুদ্ধে বিদ্যমান অঙ্গীকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। সরকার দেশজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং দোষীদের বিরুদ্ধে কূটনৈতিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার কথা জানিয়েছে।