বিবিসি : সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানার ‘লা কনস্টেলেশন’ বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং ১১৯ জন আহত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ভ্যালাইসের অ্যাটর্নি জেনারেল বিট্রিস পিলাউড গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগুনের উৎস নিয়ে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, শ্যাম্পেন বোতলের সঙ্গে লাগানো স্পার্কলার বা ঝলমলে আতশবাতি ছাদের খুব কাছাকাছি চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়। তার ভাষায়, ‘আমরা কোনো সম্ভাবনাই বাদ দিচ্ছি না। তবে বর্তমানে যে ধারণা সবচেয়ে জোরালো, তা হলো স্পার্কলার থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। নতুন বছরের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছেন কর্মকর্তারা। বিট্রিস পিলাউড বলেন, তদন্তে সাইটে ব্যবহৃত উপকরণ, বারের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, এর ধারণক্ষমতা এবং আগুন লাগার সময় ভিতরে থাকা লোকের সংখ্যার ওপর আলোকপাত করা হবে। তদন্তে বিচারের প্রয়োজন হবে কি না তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ‘যদি তাই হয় এবং যদি সেই ব্যক্তিরা এখনও বেঁচে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’