মৃত্যুর একদিন আগে বিয়ে

আয়ারল্যান্ডে এক ধনাঢ্য ব্যক্তিকে মৃত্যুর মাত্র একদিন আগে বিয়ে করে এখন আলোচনার কেন্দ্রে লিসা ফ্লাহার্টি। ৭৫ বছর বয়সী জোসেফ গ্রোগানের মৃত্যুর একদিন আগে তারা বিয়ে করেন। এর পরদিনই ক্যানসারে আক্রান্ত গ্রোগান মারা যান। গ্রোগান রেখে গেছেন ২২০ একর জমিসহ ৫৪ কোটি টাকার সম্পদ, যার উত্তরাধিকার হতে পারেন সদ্যবিধবা ফ্লাহার্টি। এই ঘটনা সামনে আসার পর আয়ারল্যান্ডের অফালি কাউন্টির বাসিন্দা ফ্লাহার্টিকে অর্থলোভী হিসেবে সমালোচনা করা হচ্ছে। অনেকেই অভিযোগ করছেন, তিনি পরিকল্পিতভাবে মৃত্যুর ঠিক আগে ধনী কৃষিজমির মালিককে বিয়ে করেছেন, যাতে সম্পদের মালিক হতে পারেন। তবে ফ্লাহার্টির বন্ধুরা বলছেন, এটি ছিল ভালোবাসার সম্পর্ক, যেটি শুরু হয়েছিল তাদের কিশোর বয়সেই। জোসেফ গ্রোগানের বন্ধু জো কিস বলেন, এই গল্পে অর্থের প্রশ্ন তুলে যে কথা বলা হচ্ছে, তা একেবারেই ভ্রান্ত। লিসা ও জো দুজনেই এই কমিউনিটিতে অত্যন্ত সম্মানিত ছিলেন। লিসা অর্থের জন্য তার যতœ করেননি। ফ্লাহার্টির আরেক বন্ধু বলেছেন, জো’র নিজের পরিবারের চেয়েও লিসা তার যতœ বেশি নিয়েছেন। তিনি যখন মৃত্যুর মুখোমুখি ছিলেন, তখন পাশে ছিলেন লিসাই। তাদের সম্পর্ক ছিল গভীর ও নিবেদিত। উইয়ন নিউজ

যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তির ঘোষণা

জাপানের সঙ্গে ‘বৃহৎ’ বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে পূর্বঘোষিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার দেওয়া এই ঘোষণায় ট্রাম্প বলেন, চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যা থেকে ৯০ শতাংশ লাভ পাবে যুক্তরাষ্ট্র।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, আমরা জাপানের সঙ্গে একটি বিশাল চুক্তি সম্পন্ন করেছি। সম্ভবত এটি ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। আগামী ১ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত জাপান ছাড়া ব্রিটেন, ভিয়েতনাম, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। অন্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বুধবার টোকিওতে বলেছেন, আমরা প্রথম দেশ হিসেবে কোনও পরিমাণ সীমাবদ্ধতা ছাড়াই গাড়ি ও গাড়ি যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাস পেয়েছি। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ছাড়। এই ঘোষণার পর টয়োটা, হোন্ডার মতো জাপানি গাড়ি কোম্পানির শেয়ারে বুধবার বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। টয়োটার শেয়ার ১২ শতাংশের বেশি বেড়ে গেছে। গত জুনে যুক্তরাষ্ট্রমুখী জাপানি গাড়ির রফতানি ২৬.৭ শতাংশ হ্রাস পেয়েছিল। অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে জাপান প্রযুক্তিগত মন্দার মুখে পড়তে পারে। এএফপি

মিরাজ যুদ্ধবিমান হারালো ইউক্রেন

ফ্রান্সের দেওয়া একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান মিশনের সময় বিধ্বস্ত হয়েছে। বুধবার ভোরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। ভোরে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, দুঃখজনকভাবে, আমরা আমাদের একটি যুদ্ধবিমান হারিয়েছি। এটি ছিল ফ্রান্সের দেওয়া একটি অত্যন্ত কার্যকর মিরাজ জেট। তিনি আরও বলেছেন, রুশ বাহিনী বিমানটি ভূপাতিত করেনি, বরং পাইলট সময়মতো বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, মিশনের সময় যান্ত্রিক সমস্যার কথা পাইলট ফ্লাইট পরিচালকের কাছে জানান। পরে পরিস্থিতি অনুযায়ী পাইলট যথাযথ পদক্ষেপ নিয়ে সফলভাবে ইজেক্ট করেন। এ ঘটনায় মাটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ বছরের শুরুতেই ফ্রান্স ইউক্রেনকে মিরাজ-২০০০ সিরিজের সুপারসনিক জেট সরবরাহ শুরু করে। রুশ আক্রমণ প্রতিরোধে ইউক্রেনীয় আকাশসীমা রক্ষায় এ জেটগুলো ব্যবহারের উদ্দেশ্যে ফ্রান্সে প্রশিক্ষণ নিয়েছেন ইউক্রেনের পাইলট ও যান্ত্রিক কর্মীরা। রুশ ইলেকট্রনিক জ্যামিং ঠেকাতে বিমানে প্রযুক্তিগত কিছু পরিবর্তনও আনা হয়েছে। রয়টার্স

শুল্ক সময়সীমার আগে ডলারের দরপতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক কার্যকরের সম্ভাব্য সময়সীমার আগে ডলারের দরপতন ঘটেছে। মঙ্গলবার মার্কিন মুদ্রার বিপরীতে সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে জাপানি ইয়েন। বিনিয়োগকারীরা ১ আগস্টের আগে সম্ভাব্য বাণিজ্য চুক্তির দিকেই নজর রাখছেন। সপ্তাহের দ্বিতীয় দিনেও ইয়েনের বিপরীতে দ্বিতীয় দফায় দর হারিয়েছে ডলার। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনের ফলাফলের পর বিনিয়োগকারীরা ধারণা করছেন, এখন টোকিও কত দ্রুত ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারে এবং প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে কী পরিবর্তন আসে, সেটিই মূল বিষয়। গত মঙ্গলবার সকালের মধ্যভাগে ডলার ইয়েনের বিপরীতে ০.৭ শতাংশ দর হারিয়ে ১৪৬.৩৬ ইয়েনে দাঁড়ায়। সোমবারও এই হার ছিল ১ শতাংশের বেশি। টানা দুই দিন ধরে ডলার ইয়েনের বিপরীতে দুর্বলতার ধারায় রয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার জানান, সময় নয়, প্রশাসন চুক্তির গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, যেসব দেশ ওয়াশিংটনের সঙ্গে গঠনমূলক আলোচনায় আছে, তাদের জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নেবেন। রয়টার্স