রয়টার্স, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট : রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র তেল শোধনাগারটিতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম। ড্রোন হামলার জেরে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ।রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব এক হাজার ৪০০ কিলোমিটার। শনিবার ইউক্রেনীয় বাহিনী যে তেল শোধানাগারটিতে হামলা চালায়, সেটির মালিক রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাশনেফ্ট।টেলিগ্রাম পোস্টে খাবিরভ বলেন, “শনিবার ব্যাশনেফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দু’টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে।”তিনি বলেন, “সিসিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমান আকৃতির এটি ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে, এবং তার পরে ঘটে বিস্ফোরণ। এ সময় কারখানার ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”তিনি আরও বলেন, “হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শোধানাগারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা তেমন বড় কিছু নয়।”২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবহিনী।ব্যাশনেফ্টের এই শোধনাগারটিকে ২০১৬ সালে দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টর দফতর ক্রেমলিন। এই শোধনাগারটিতে ১৫০ ধরনেরও বেশি তেলজাতীয় পণ্য উৎপদন করা হয়।
ইউরোপ
রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে হামলা ইউক্রেনের
রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র তেল শোধনাগারটিতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম।
Printed Edition
