২১ মার্চ, রয়টার্স : বিশ্বের সুখী দেশের তালিকায় ১৩৪তম অবস্থানে আছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ থেকে এ খবর জানা গেছে। এবার ১৪৭টি দেশের ওপর জরিপ চালিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। গতবছর ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম। সুখী দেশের তালিকা তৈরি করতে যেসব সূচকের সহায়তা নেওয়া হয়, তার মধ্যে রয়েছে জিডিপি-জনসংখ্যা অনুপাত, সামাজিক সহায়তা, সুস্থতার সঙ্গে বেঁচে থাকার গড়সীমা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, উদারতা, দুর্নীতির মাত্রা ইত্যাদি। তালিকা অনুযায়ী, বিশ্বে বাংলাদেশের চেয়ে সুখী দেশ আছে ১৩৩টি আর অসুখী দেশ আছে মাত্র ১৩টি। তালিকায় সবচেয়ে অসুখী দেশ হিসেবে ১৪৭তম অবস্থানে আছে আফগানিস্তান। অসুখী দেশের তালিকায় ১৪৩ থেকে ১৪৬তম অবস্থানে আছে যথাক্রমে জিম্বাবুয়ে, মালাউয়ি, লেবানন এবং সিয়েরা লিয়ন।
এছাড়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১১৮তম, পাকিস্তান ১০৯তম এবং শ্রীলঙ্কা ১৩৩তম অবস্থানে রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ৯২তম অবস্থানে আছে নেপাল। এদিকে, চারবছর ধরে যুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের অবস্থান ১২৬তম। এদিকে, সুখী দেশের তালিকায় সেরা দশের পাঁচটিই ধরে রেখেছে নর্ডিক দেশগুলো। টানা আট বছরের মতো বিশ্বের এক নম্বর সুখী দেশের অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। পরবর্তী তিনটি অবস্থানে আছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। নরওয়ে রয়েছে সাত নম্বরে। বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র আছে ২৪ নম্বরে আর তাদের মিত্র ইসরাইল সুখী দেশের তালিকায় ৮ম।