ইন্টারনেট: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে, যাদের একজনের বয়স মাত্র দুই বছর। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার চালানো এই হামলায় ১৫৯ জন আহত হয়েছে, যার মধ্যে ১৬ জন শিশু। শুরুতে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানানো হলেও, গতকাল শুক্রবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১০টি লাশ উদ্ধার করা হয়। এই হামলাটি ছিল কিয়েভে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এদিন শহরে শোক ঘোষণা করা হয়। একই দিন ভোরে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলেও আরেকটি রুশ হামলায় একজন নিহত হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন রাশিয়ায় ‘শাসন পরিবর্তন’ ঘটানোর উদ্যোগ নেয়।
ইউরোপ
ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ রুশ হামলায় নিহত ২৬
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে, যাদের একজনের বয়স মাত্র দুই বছর। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,