নিউ ইয়র্ক পোস্ট, গেজেটা এক্সপ্রেস : ইতালিতে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল ছোট আকারের বিমান। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। এতে দুই আরোহী মৃত্যু হয়েছে।জানা গেছে, মঙ্গলবার উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের একটি হাইওয়েতে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বিমানের চালক এবং তার সঙ্গিনী (একমাত্র যাত্রী) ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময়ে আহত হয়েছেন দু’টি গাড়ির চালকও। তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।সকালে ব্যস্ত সেই হাইওয়েতে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে ইতালির একটি ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট বিমান। রাস্তায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) এবং তার বান্ধবী অ্যান মারি ডি স্টেফানো’র (৬০)।
ইউরোপ
ইতালির রাস্তায় ভেঙে পড়ল বিমান
ইতালিতে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল ছোট আকারের বিমান। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। এতে দুই আরোহী মৃত্যু হয়েছে।জানা গেছে, মঙ্গলবার উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের একটি হাইওয়েতে