আনাদুলু,রয়টার্স : ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মারকোসুরের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতায় প্যারিসজুড়ে আবারও বিক্ষোভে নেমেছেন ফ্রান্সের কৃষকরা। ফ্রান্সের অন্যতম বৃহৎ কৃষক সংগঠন এফএনএসইএর আহ্বানে এই বিক্ষোভ করেন কৃষকরা। ফ্রান্সের কৃষকদের আশঙ্কা, চুক্তিটি কার্যকর হলে স্বল্পমূল্যের দক্ষিণ আমেরিকান কৃষিপণ্য ফ্রান্সের বাজারে প্রবেশ করবে, যা দেশটির কৃষি খাতকে অসম প্রতিযোগিতার মুখে ফেলবে এবং উৎপাদনের মানও ক্ষতিগ্রস্ত হবে।

এফএনএসইএর সহসভাপতি এবং প্যারিস অঞ্চলের কৃষক দমিয়াঁ গ্রেফাঁ বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টের কৃষকদের মতামত না নিয়েই মারকোসুর সাথে চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এমন বিদেশি পণ্যের আমদানি বাড়বে, যেগুলো আমরা ফ্রান্সেই উৎপাদন করতে সক্ষম। সবচেয়ে বড় কথা, এসব পণ্য ফরাসি কৃষকদের ওপর আরোপিত কঠোর বিধি-নিষেধও মানে না। গ্রেফাঁ আরও জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ফরাসি পার্লামেন্টের সামনে বিক্ষোভের পাশাপাশি আগামী ২০ জানুয়ারি স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। প্যারিস পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের বিক্ষোভে আনুমানিক ৩৫০টি ট্রাক্টর অংশ নেয়। একটি ট্রাক্টর বহর আর্ক দ্য ত্রিয়ঁফ এলাকায় জড়ো হয়, অন্য একটি বহর পৌঁছায় ফরাসি পার্লামেন্ট ভবনের সামনে।