রয়টার্স: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির শীর্ষ কর্মকর্তারা রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি করানোর উপায় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান উপদেষ্টা আন্দ্রিই ইয়ারমাক। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বুধবার এ আলোচনার আয়োজন করা হয় বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা । আলোচনাটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও তা কখন হয়েছে সেটা জানাননি ইয়ারমাক।
তিনি জানান, অনলাইনে অনুষ্ঠিত এ আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কিথ কেলোগ, ফ্রান্সের প্রধান কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল এবং জার্মান চ্যান্সেলরের উপদেষ্টা গুয়েনটার সাউটার। আন্দ্রিই ইয়ারমাক বলেন, ‘ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির প্রথম ধাপ হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত অস্ত্রবিরতি হওয়া উচিত বলে সব পক্ষ একমত হয়েছে’। জেলেনস্কির প্রধান উপদেষ্টা টেলিগ্রাম বার্তায় আরও বলেন, ‘রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বা চুক্তি লঙ্ঘন করলে কী ধরনের চাপ প্রয়োগ করা যেতে পারে, সে বিষয়েও আমরা আলোচনা করেছি’। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী একটি তাৎক্ষণিক ৩০ দিনের অন্তর্র্বতী অস্ত্রবিরতিতে সম্মতি জানাতে ইউক্রেন প্রস্তুত। যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন অভিযোগ করেছে, ক্রেমলিন এ প্রস্তাব উপেক্ষা করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে কেবল ৩ দিনের (৮-১০ মে) একটি অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন।