ইন্ডিয়া এক্সপ্রেস : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি থেকে আপাতত সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াশিংটন ও ইইউ-ভুক্ত ২৭টি দেশের মধ্যে চুক্তির আলোচনার সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

ট্রাম্প শুক্রবার ঘোষণা দিয়েছিলেন, ১ জুন থেকে এই শুল্ক কার্যকর হবে, কারণ তিনি মনে করেন ইউরোপের সঙ্গে বাণিজ্য আলোচনা যথেষ্ট দ্রুতগতিতে এগোচ্ছে না। এতে বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয় এবং চলমান বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হয়।

তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন রোববার ট্রাম্পকে ফোনে জানান, চুক্তিতে পৌঁছাতে ইইউর আরও সময় প্রয়োজন। তিনি অনুরোধ করেন, যেন ট্রাম্প তার এপ্রিল মাসে নির্ধারিত মূল সময়সীমা ৯ জুলাই পর্যন্ত সময় দেন। ট্রাম্প সেই অনুরোধ মেনে নেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের মধ্যে খুব ভালো কথা হয়েছে, তিনি (ভন ডার লায়েন) বললেন, দ্রুত একসঙ্গে বসে সমাধানের চেষ্টা করতে চাই। আমি রাজি হয়েছি।