হিন্দুস্তান টাইমস, রয়টার্স : ইউরোপে চলতি বছরের মার্চ ছিল ওই অঞ্চলের রেকর্ডকৃত উষ্ণতম মাস। গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিজ্ঞানীরা। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের প্রধান সামান্থা বারজিস জানিয়েছেন, ইউরোপের কোনও অঞ্চল যেমন খরায় ভুগেছে, আবার অনেক স্থানে ছিল অতিবৃষ্টি। তিনি বলেন, মার্চ মাসে ইউরোপের বহু অঞ্চলে গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ খরা দেখা দিয়েছে এবং কোথাও কোথাও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ইইউ-এর পরিবেশ বিষয়ক সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিসেস (সিথ্রিএস) তাদের মাসিক বুলেটিনে জানিয়েছে, গত মাসটি ছিল বিশ্বের ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম মার্চ। এর চেয়ে বেশি উষ্ণ ছিল কেবল ২০২৪ সালের মার্চ মাস।
বিগত কয়েকবছর ধরেই বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতাতেই মার্চেও অস্বাভাবিক তাপমাত্রা ছিল। বিজ্ঞানীরা দেখেছেন, বিগত ২১ মাসের মধ্যে ২০টিতেই বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এখন পর্যন্ত বিশ্বের উষ্ণতম বছর হচ্ছে ২০২৪। মার্চ মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন এখন পুরো মানবজাতির সমস্যা হয়ে দেখা দিয়েছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, জীবাশ্ম জ্বালানি অত্যধিক ব্যবহারের কারণে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হচ্ছে।
দিল্লীসহ উত্তর ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহের শঙ্কা : ভারতের রাজধানী দিল্লী অঞ্চলসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তীব্র তাপপ্রবাহের শঙ্কা দেখা দিয়েছে। ভারতের এই অঞ্চলে আগামী দু’দিন তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির ওপরে। এর জেরে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা। এই সময়ে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। গত সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। চলতি সপ্তাহে দেশটির রাজধানী ও সংলগ্ন রাজ্যগুলোতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। শুধু দিল্লিই নয়, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, লাদাখ এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশেও। সংবাদমাধ্যম বলছে, গত সোমবারও উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ ছিল, যা চলতি মৌসুমের প্রথম ব্যাপক তাপপ্রবাহের ঘটনা। বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বেশি রেকর্ড হয়েছে। রাজস্থান, সৌরাষ্ট্র এবং গুজরাটের কচ্ছের কিছু কিছু জায়গাতেও বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গেছে। কোথায় তাপমাত্রা কত বেশি হবে, তা নিয়ে যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে ভারতের রাজধানীও। দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ আবহাওয়া কেন্দ্র সফদরজং, রিজ এবং আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা ইতোমধ্যেই ৪০.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে।
সেই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি তথ্য বলছে, ভারতশাসিত জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি এবং লাদাখের বিস্তীর্ণ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কিছু অংশেও অস্বাভাবিক ভাবে বেড়েছে তাপমাত্রা।
সাধারণত কোনও স্থানের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি বেশি থাকলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়। তাই দিল্লিসহ উত্তর ভারতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতেই তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করল দেশটির আবহাওয়া দপ্তর।