বিশ্বের শীর্ষ পর্যটন ও শিল্পনির্ভর দেশ ইতালি শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলায় নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটি আগামী তিন বছরে (২০২৩-২০২৬) প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এবারের নিয়োগ প্রক্রিয়া হবে আগের তুলনায় কঠোর, স্বচ্ছ ও সম্পূর্ণ ডিজিটাল। কেবল নিবন্ধিত স্পন্সর বা মালিক এবং দক্ষ কর্মীরাই আবেদন করতে পারবেন।

সরকারের নিয়ম অনুযায়ী, ভিসা পেতে প্রতিটি নিয়োগদাতাকে অবশ্যই পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য প্রদান করতে হবে। অন্যথায় আবেদন বাতিল করা হবে।

নন-ইউরোপীয় ৩৮টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

স্পন্সর ভিসার আবেদন শুরু হবে ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীরা আগাম ফরম পূরণের মাধ্যমে নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন জমা দিতে পারবেন।

আগামী বছরের আবেদন জমা দেওয়ার নির্দিষ্ট দিনগুলো (Click Day) ঘোষণা করেছে ইতালি সরকার। দিনগুলো হলো — ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। এসব দিনে সকাল ৯টায় অনলাইন পোর্টালে আবেদন নেওয়া হবে।

ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করেছেন, এবারের প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। কারণ এবার আবেদনকারীর তথ্য সরাসরি সরকারি ডাটাবেসের মাধ্যমে যাচাই হবে। শুধুমাত্র সঠিক ও নিবন্ধিত স্পন্সর-এর আবেদনই গৃহীত হবে।

ইতালির শ্রম মন্ত্রণালয় জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা ছিল, যা পরবর্তীতে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়া এবং স্বচ্ছ আবেদন ব্যবস্থার কারণে এবার বাংলাদেশিদের ইতালিয়ান ওয়ার্ক ভিসা পেতে আগের মতো হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা নেই।