এএফপি, রয়টার্স : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গত সোমবার রাতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষে একটি সশস্ত্র দলের নেতা নিহত হয়েছেন। সংবাদদাতারা স্থানীয় সময় রাত ৯টা থেকে ত্রিপোলির বিভিন্ন এলাকায় ভারী অস্ত্রের গুলীবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
লিবিয়ার টেলিভিশন চ্যানেল আল-আহরার ও সংবাদমাধ্যম আল-ওয়াসাত তাদের প্রতিবেদনে বলেছে, দক্ষিণ ত্রিপোলিভিত্তিক প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী ‘সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলিটি অ্যাপারেটাস’ এর নেতা আবদেলগনি আল-কিকলি নিহত হয়েছেন।
ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্যের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব নাগরিককে নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। গত সোমবার রাতে সংঘাতের জেরে রাজধানী ত্রিপোলি ও আশপাশের বেশ কয়েকটি জেলায় আজ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপোলির সশস্ত্র গোষ্ঠী ও বন্দরনগরী মিসরাতার প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রাজধানীর দক্ষিণের উপশহরগুলোতে গতকাল ওই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মিসরাতা রাজধানী থেকে পূর্বে প্রায় ২০০ কিলোমিটার
দূরে। বর্তমানে লিবিয়া দুটি প্রশাসনের মধ্যে বিভক্ত। একটি জাতিসংঘ স্বীকৃত সরকার, রাজধানী ত্রিপোলি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অপরটি পূর্বাঞ্চলীয় প্রশাসন, যা হাফতার পরিবার পরিচালিত। গত রাতে সংঘাতের জেরে ত্রিপোলি ও আশপাশের বেশ কয়েকটি জেলায় আজ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। লিবিয়ায় জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।