২১ মার্চ, এনডিটিভি: এদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জোর আলোচনা চলছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ঘণ্টার ‘খুব ভালো’ ফোনালাপের কথা জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেছেন। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে গত রোববার সৌদি আরবের জেদ্দায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের সাম্প্রতিক আলোচনার ভিত্তিতেই এই আলোচনা এগিয়ে যাবে।

এক সাক্ষাৎকারে উইটকফ জানান, তিনি পুতিনের সঙ্গে প্রায় সাত ঘণ্টার আলোচনায় বসেছিলেন। যেখানে রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের ব্যাপারে সমঝোতার পথ খোঁজা হয়েছে। এই আলোচনা ভবিষ্যতে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।