ইপিএ, রয়টার্স : ইউক্রেনকে আর্থিক সহায়তা দিতে অবশেষে একটা সমঝোতায় এসেছেন ইউরোপীয় নেতারা। ব্রাসেলসে দীর্ঘ বৈঠক শেষে গতকাল শুক্রবার তারা সিদ্ধান্ত নেন, রাশিয়ার জব্দকৃত সম্পদের বদলে যৌথ ঋণ কর্মসূচির মাধ্যমে কিয়েভের যুদ্ধে অর্থায়ন করা হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে, আগামী দুবছরের জন্য ১০৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে যাচ্ছে ইউক্রেন।
বহুদিন ধরে বেলজিয়ামে আটক রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে এ নিয়ে আইনি, রাজনৈতিক ও অন্যান্য জটিলতা, রুশপন্থি হাঙ্গেরির মতো কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি এবং আন্তর্জাতিকভাবে বেলজিয়াম যথেষ্ট সুরক্ষা অনুভব না করায়, এ উদ্যোগটি কখনও আলোর মুখ দেখেনি।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শুরুতে ইইউ যৌথ ঋণের বিরোধিতা করলেও এবার সমঝোতা হয়েছে, কারণ সিদ্ধান্তের আর্থিক দায় তাদের উপর পড়বে না। অরবানের দাবি, রাশিয়ার সম্পদ ব্যবহার করে ঋণ দেওয়ার উদ্যোগ ঠেকিয়ে তিনি কূটনৈতিক জয় পেয়েছেন।
ইউরোপীয় নেতাদের আশঙ্কা ছিল, অর্থায়ন বিলম্ব হলে আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকেই অর্থসংকটে পড়ে যুদ্ধের গতি হারাবে ইউক্রেন। তাই, রাশিয়াকে নিজেদের নিরাপত্তা হুমকি বিবেচনা করা ইউরোপীয় নেতারা কোনও একটা দফারফা করতে মরিয়া ছিলেন।