রয়টার্স : রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নগরী নভোরোসিস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর পরই ওই বন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র আন্দ্রে ক্রাভচেঙ্কো। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় একটি শস্য টার্মিনাল ও একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনার পর অবশ্য ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, শুক্রবার রাতভর রাশিয়ায় ১৮৩টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইউক্রেন। এদিকে নভোরোসিস্কের মেয়র ক্রাভচেঙ্কোকে তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে শহরের ৩টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে দেখা যায়। ভিডিওতে ভবনের সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, বিধ্বস্ত একটি গাড়ি, জানালার কাচ ভাঙা এবং বারান্দার একাংশ ঝুলে থাকতে দেখা যায়।