রয়টার্স : রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দেওয়ার পর প্রথমবারের মতো কুরস্ক অঞ্চলে সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবারের এই সফরে কুরস্ক অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন পুতিন এবং পরিদর্শন করেছেন কুরস্ক-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেখা গেছে, সফরে পুতিনের সঙ্গে ছিলেন ক্রেমলিনের প্রথম উপপ্রধান সের্গেই কিরিয়েঙ্কো। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ছিলেন কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইনও। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে রাশিয়া দাবি করে, তারা কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে পুরোপুরি হটিয়ে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখ-ে এটিই ছিল সবচেয়ে বড় সামরিক অনুপ্রবেশ। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের দুই বছরের মাথায়, গত ৬ আগস্ট ইউক্রেন তাদের সবচেয়ে সাহসী অভিযানে রুশ সীমান্ত ভেদ করে কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। এই অভিযানে তারা ব্যবহার করেছিল পশ্চিমা মিত্রদের সরবরাহকৃত ভারী অস্ত্র ও ড্রোনের ঝাঁক। সর্বোচ্চ সময়ে ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল বলে দাবি করা হয়।
ইউরোপ
ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়নের পর প্রথমবার কুরস্ক সফরে পুতিন
রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দেওয়ার পর প্রথমবারের মতো কুরস্ক অঞ্চলে সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Printed Edition
