রয়টার্স: ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়া প্রদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন সেখানকার প্রায় ৬০ হাজার মানুষ। এছাড়া রুশ হামলায় জাপোরিজ্জিয়ায় দু’জন আহত এবং প্রদেশটির সংলগ্ন বন্দরশহর ওডেসায় দু’জন নিহতও হয়েছেন। গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন জাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদেরভ। টেলিগ্রাম পোস্টে ফেদেরভ বলেন, “শনিবার রুশ বাহিনীর রাতভর হামলায় জাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে প্রদেশের প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। এছাড়া প্রদেশের অন্তত দু’জন আহত এবং জাপোরিজ্জিয়ার সংলগ্ন ওডেসায় দু’জন নিহত হয়েছেন রুশ হামলায়। আমাদের বিদ্যুৎ প্রকৌশলী এবং ক্রুরা কাজ করছেন। আমরা চেষ্টা করছি যত শিগগির সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার।”

প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেনা অভিযান শুরুর আট মাসের মাথায় ইউক্রেনের মূল ভূখণ্ডের চার প্রদেশ ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন দখল করে রুশ বাহিনী। এই চার অঞ্চলকে নিজেদের মানচিত্রেও অন্তর্ভুক্ত করেছে রাশিয়া।