এপি, রয়টার্স: ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার রাতভর চালানো হামলায় একজন নিহত হয়েছে। যুদ্ধের তিন বছরেরও বেশি সময় পর শান্তি আলোচনায় অগ্রগতি আশার জন্ম দিচ্ছিল। এমন সময়ে এই হামলার নতুন ঢেউ সেই আশায় পানি ঢেলে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে পোস্ট করে জানিয়েছেন, রাশিয়া তিনশর বেশি ড্রোন এবং ৩০ টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওডেসার মেয়র হেন্নাদিই ত্রুখানোভ শনিবার টেলিগ্রামে জানান, কৃষ্ণসাগর তীরবর্তী এই শহরে রাশিয়া ২০টিরও বেশি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে একজন নিহত হন এবং একটি আবাসিক উচ্চ ভবনে আগুন লাগলে পাঁচজনকে উদ্ধার করা হয়। জেলেনস্কির বরাত দিয়ে জানা গেছে, ওডেসায় হামলায় এক শিশুসহ আরও ছয়জন আহত হয়েছে। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতার দ্রুত বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক নেতাদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এতে যৌথ অস্ত্র উৎপাদন, ড্রোন নির্মাণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার হামলা বাড়িয়ে চলেছে। এখন তারা এক রাতে যত ড্রোন ব্যবহার করছে, ২০২৪ সালের পুরো বছরেও এত ড্রোন ব্যবহৃত হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হামলার মাত্রা আরও বাড়তে পারে। ৮ জুলাই রাশিয়া সাতশো’র বেশি ড্রোন ব্যবহার করেছিলÍযা ছিল একটি রেকর্ড। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতভর ৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে আসা ১৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইউরোপ
ইউক্রেনে তিনশর বেশি ড্রোন নিক্ষেপ রাশিয়ার
ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার রাতভর চালানো হামলায় একজন নিহত হয়েছে। যুদ্ধের তিন বছরেরও বেশি সময় পর শান্তি আলোচনায় অগ্রগতি আশার জন্ম দিচ্ছিল।