তাশ, আল জাজিরা : চুক্তি অনুযায়ী লাশ হস্তান্তর শুরু করেছে রাশিয়া। প্রাথমিকভাবে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো ইউক্রেনের ১২০০ সেনার লাশ হস্তান্তর করেছে মস্কো। গত মাসে তুরস্কের ইস্তানবুলে একটি চুক্তিতে পৌঁছায় এ দুই দেশ। ওই চুক্তির অংশ হিসেবে গত শুক্রবার সেনাদের লাশ হস্তান্ত করেছে ক্রেমলিন। তবে মস্কো অভিযোগ করেছে সেনাদের লাশ হস্তান্তরের ওই পদক্ষেপ একতরফা। কারণ রাশিয়ার সেনাদের লাশ ফেরত দিতে ব্যর্থ হয়েছে ইউক্রেন। রাশিয়ার বার্তা সংস্থাকে এক সূত্র জানিয়েছে, শুক্রবার ১ হাজার ২০০ ইউক্রেনীয় সেনার মৃতদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হলেও ইউক্রেন আমাদের একজন সেনার মৃতদেহও হস্তান্তর করেনি। রুশ প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনিস্কি অভিযোগ করেছেন, ইউক্রেন কোনো প্রকার ব্যাখা ছাড়াই ৭ জুন থেকে সেনাদের লাশ ও বন্দি বিনিময় স্থগিত রেখেছে। গত শুক্রবার ইউক্রেনের যুদ্ধবন্দিদের চিকিৎসার জন্য সমন্বয় দপ্তর জানিয়েছে, যে মৃতদেহগুলো পাওয়া গেছে তা শনাক্তের জন্য কাজ করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এর আগে চলতি সপ্তাহে রাশিয়া আরও ১ হাজার ২১২ লাশ হস্তান্তর করেছে। বিনিময়ে তারা মাত্র ২৭টি লাশ পেয়েছে। চলমান উত্তেজনা সত্ত্বেও দুই দেশ ৬ হাজার মৃতদেহ হস্তান্তর এবং অসুস্থ ও ২৫ বছরের কম বয়সী বন্দিদের মুক্তির বিষয়ে সম্মত হয়েছে। যুদ্ধ শুরুর তিন বছর পার হলেও এখনও তা অব্যাহত রয়েছে। এর মধ্যেই চলছে এই মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া।
ইউরোপ
১২০০ ইউক্রেনীয় সেনার লাশ হস্তান্তর রাশিয়ার
চুক্তি অনুযায়ী লাশ হস্তান্তর শুরু করেছে রাশিয়া। প্রাথমিকভাবে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো ইউক্রেনের ১২০০ সেনার লাশ হস্তান্তর করেছে মস্কো। গত মাসে তুরস্কের ইস্তানবুলে একটি চুক্তিতে পৌঁছায় এ দুই দেশ।
Printed Edition
