ইন্ডিয়া টুডে : ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ২৬ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছে সাতজন। ভারতের মোদি সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর থেকে ইউক্রেনে রাশিয়ার হয়ে ভারতীয়দের যুদ্ধ করার তথ্য প্রকাশ্যে এসেছে। চলতি বছরও শেষের পথে, তারপরও রাশিয়া থেকে সব ভারতীয়কে উদ্ধার করা যায়নি, এমনটিই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

গতবছর হায়দারাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি অভিযোগ করেছিলেন, তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে ইউরোপে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণদের নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু রাশিয়ায় গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় ওই ভারতীয়দের। কয়েক মাসের মধ্যেই সরাসরি যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হয় তাদের। দিনকয়েকের মধ্যে সেই অভিযোগ মেনে নেয় দেশটির কেন্দ্রীয় সরকার। জানানো হয়, রাশিয়ায় যুদ্ধ করা ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে। একবছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর সদ্যসমাপ্ত শীতাকালীন অধিবেশনে এই ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদ সাকেত গোখলে এবং কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা। রাজ্যসভার দুই সাংসদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, সব মিলিয়ে ২০২জন ভারতীয়কে নিয়োগ করা হয়েছিল রুশ সেনাবাহিনীতে। তাদের মধ্যে ১১৯জনকে দেশে ফেরানো গেছে। দুর্ভাগ্যজনকভাবে ২৬ জনের মৃত্যু হয়েছে। এখনও আটকে রয়েছেন ৫০ জন ভারতীয়। তাদের ফেরানোর চেষ্টা চলছে। বেশ কয়েক দফায় রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভারতীয়রা। কেন্দ্রীয় সরকারের যাবতীয় উদ্যোগ সত্ত্বেও ভারতীয়দের চাকরির টোপ দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ানোর চেষ্টা চলছে। প্রসঙ্গত, তিনবছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। তার জেরে প্রাণ হারিয়েছেন বহু রুশ সেনা। এই পরিস্থিতিতে সেদেশে সেনা বাড়ানোর দিকে জোর দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে নিয়োগ করা হচ্ছে ভারতীয়দের। দীর্ঘদিন কেটে গেলেও পরিস্থিতি বদলায়নি। এখনও রাশিয়ায় আটকে রয়েছেন ভারতীয়রা। সাতজনের কোনও খোঁজই দিতে পারেনি রুশ কর্তৃপক্ষ।