ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বহিরাগত চাপ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা অপরিহার্য।
রোববার ( ৮ সেপ্টম্বর) তেহরানে ইরাকি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি, যেখানে উল্লেখ করেন, মুসলিম দেশগুলোর উন্নয়ন ও সুরক্ষায় একত্রিততা ছাড়া কোনো বিকল্প নেই।
পেজেশকিয়ান বলেন, মুসলিম বিশ্বের মধ্যে অব্যাহত ঐক্য ও সহযোগিতা শুধু উন্নয়নকেই ত্বরান্বিত করবেনা, বরং কোন শক্তিই মুসলিম জাতিগুলোর বিরুদ্ধেই প্রদত্ত নিষেধাজ্ঞা বা পরাজয় আনতে সক্ষম নয়। তিনি সতর্ক করে দেন, দেশের মধ্যে বিভেদ ও ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের ঐক্য ভঙ্গের চেষ্টাকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, মুসলমানের শক্তি লুকিয়ে রয়েছে তাদের একতা ও সংহতিতে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের হাতিয়া ইসরাইলের মুখোশের বিরুদ্ধে। ইরান-ইরাক সম্পর্কের বিষয়ে পেজেশকিয়ান বলেন, ভৌগোলিক সীমানা তাদের সম্পর্কের প্রভাব ফেলতে পারেনি। দুই দেশের জনগণ ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।
আসন্ন ইরাকের গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রেক্ষাপটে তিনি জাতিগত ও সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ইরাকের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।