তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে এরদোগান বলেছেন, ‘গাজায় রক্তপাত বন্ধ করে যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এবং নেতৃত্বের আমি প্রশংসা করি।’

তিনি বলেন, তুরস্ক কূটনৈতিক প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আঙ্কারা ‘সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মূল বিষয়গুলো তুলে ধরার পর এ কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট।