যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার দাবি অনুযায়ী, আগামী ছয় ঘণ্টার মধ্যে উভয় পক্ষ ১২ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে অস্ত্র বিরত থাকবে এবং এই সময়কে শান্তিপূর্ণ আচরণের জন্য ব্যবহার করবে।
তবে ট্রাম্পের এই দাবিকে একেবারে প্রত্যাখ্যান করেছে তেহরান। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “এটি সম্পূর্ণ প্রতারণামূলক প্রচারণা। আমাদের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব আসেনি, এবং এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।”
তিনি আরও জানান, ইরান এখনো প্রতিশোধমূলক পদক্ষেপ অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে। “আমরা কাউকে ভয় পাই না বা কারও কথায় কান দিচ্ছি না,” বলেন ওই কর্মকর্তা।
অন্যদিকে, সিএনএন জানায়, ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এখনো ইরানের সঙ্গে পর্দার আড়ালে যোগাযোগ রাখছেন। শনিবার যুক্তরাষ্ট্রের চালানো পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পরও এই যোগাযোগ চলমান রয়েছে।
বিশ্ব পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন এই যুদ্ধবিরতি ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ট্রাম্প এই বিরতিকে একটি সম্ভাব্য শান্তিপথ হিসেবে দেখলেও, ইরানের প্রতিক্রিয়া বলছে যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি।