ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও ৭৪ জনের বেশি নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) রোববার এ খবর নিশ্চিত করেছে।

১৫৪ জন ইথিওপীয় নাগরিক নিয়ে নৌকাটি যাচ্ছিল। আইওএম-এর ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ জানান, দুর্ঘটনার পর মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫৪ জনের মরদেহ আবিয়ানের খানফার জেলার উপকূলে ভেসে আসে এবং বাকি ১৪ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জাঞ্জিবার শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক আবদুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকাজ এখনো চলছে।

আফ্রিকার হর্ন অঞ্চল থেকে উপসাগরীয় ধনী দেশগুলোতে যাওয়ার জন্য ইয়েমেনের এই সমুদ্রপথটি অভিবাসীদের কাছে বেশ পরিচিত, তবে এটি খুবই ঝুঁকিপূর্ণ। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই পথে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও ২০২২ সালে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতির কারণে সহিংসতা কিছুটা কমেছে, তবুও এই রুটটি এখনো বিপদসংকুল।

আইওএম-এর তথ্য অনুযায়ী, সোমালিয়া ও ইথিওপিয়ার মতো সংঘাতপূর্ণ দেশগুলোর বহু মানুষ উন্নত জীবনের আশায় এই বিপজ্জনক পথটি ব্যবহার করছেন। প্রায়শই অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় লোহিত সাগর পার হওয়ার সময় এমন দুর্ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা