গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল।
সোমবার (১৩ অক্টোবর) এই ব্যাপারে নিশ্চিত করেছে ইসরাইলের কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, বন্দিদের দু’টি আলাদা ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে।
প্রথম দফায় প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয় ইসরাইলের ‘ওফের’ কারাগার থেকে, যেটি পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পাশেই অবস্থিত।
বিকেলের দিকে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট (ICRC)-এর সহায়তায় বেশ কয়েকটি বাসে করে এই বন্দিদের বেইতুনিয়া শহরে নিয়ে যাওয়া হয়।
প্রায় একই সময়ে দক্ষিণ ইসরাইলের নাগেভ কারাগার থেকে মুক্তি পেয়ে গাজা উপত্যকার খান ইউনিস শহরে পৌঁছান আরও ১ হাজার ৭১৮ জন ফিলিস্তিনি বন্দি।
ইসরাইলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযানের সময় আটক ব্যক্তিদের মধ্য থেকে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৫০ জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
গাজা শহরের নাসার মেডিকেল কমপ্লেক্সে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়।
অন্যদিকে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে স্থানীয় জনগণ ফুল, পতাকা ও স্লোগান দিয়ে বন্দিদের বরণ করে নেয়।
সড়কে সারি দিয়ে দাঁড়ানো শত শত মানুষ এই দৃশ্যকে পরিণত করে বিজয়ের উৎসবে।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের পক্ষ থেকে জানানো হয়, এই মুক্তি শুধু যুদ্ধবিরতির অংশ নয়, এটি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের এক প্রতীকী স্বীকৃতি।