ভারতের তিনটি শিশুর কাশির সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, সিরাপগুলোতে বিপজ্জনক মাত্রায় ডায়াথিলিন গ্লাইকোল নামের এক বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
ডব্লিউএইচও’র এই সতর্কবার্তা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এগুলো তৈরি করা হয়েছে ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য।
সতর্কবার্তায় উল্লেখ করা তিনটি সিরাপ হলো, কোল্ডরিফ – নির্মাতা: শ্রেসান ফার্মাসিউটিক্যালস (ভারত), রেসপিফরেশ টিআর – নির্মাতা: রেডনেক্স ফার্মাসিউটিক্যালস, রিলাইফ – নির্মাতা: শেপ ফার্মা।
এই তিনটি ব্র্যান্ডেই নির্ধারিত মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি ডায়াথিলিন গ্লাইকোল পাওয়া গেছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
ডায়াথিলিন গ্লাইকোল সাধারণত সিরাপ তৈরিতে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, তবে অতিরিক্ত মাত্রায় এটি কিডনি বিকল, লিভার নষ্ট ও মৃত্যুর কারণ হতে পারে।
ডব্লিউএইচও জানিয়েছে, এই রাসায়নিকের অনুমোদিত সীমার চেয়ে ৫০০ গুণ বেশি ব্যবহার সিরাপকে কার্যত বিষে পরিণত করে।
গত আগস্টে ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ সিরাপ সেবনের পর অন্তত ১৭ শিশুর মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল।
এর আগে ২০২৩ সালে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ভারতীয় তৈরি অন্য সিরাপ সেবনে ১৪১ শিশুর প্রাণহানি ঘটে, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসিসিও) জানিয়েছে, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তা গুরুত্বসহকারে বিবেচনা করছে।
সংস্থার এক কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং দেশের ভেতরে ওষুধের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া আরও কঠোর করার পরিকল্পনা নিয়েছি।”
ভারতের তিনটি শিশুর কাশির সিরাপে প্রাণঘাতী রাসায়নিক ডায়াথিলিন গ্লাইকোলের অতিমাত্রা শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ঘটনায় ডব্লিউএইচও সতর্কবার্তা জারি করেছে।
সূত্র: রয়টার্স