খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হতে বাকি মাত্র একদিন। যখন বিশ্বজুড়ে খ্রিস্টানরা প্রস্তুতি আর আনন্দ আয়োজন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় ভারতে বড়দিনের উৎসবকে ঘিরে ছায়া নেমেছে উদ্বেগের।
দেশটির বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। মধ্যপ্রদেশের জবলপুর থেকে শুরু করে ওড়িশা, হরিদ্বার, এমনকি রাজধানী দিল্লিতেও বজরং দলসহ উগ্র সংগঠনগুলোর টার্গেটে পরিণত হয়েছেন খ্রিস্টানরা। কোথাও তাদের জোর করে সান্তা ক্লজের টুপি খুলে ফেলতে বাধ্য করা হচ্ছে, আবার কোথাও ধর্মান্তরের অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে।
সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলপুরে ক্ষমতাসীন বিজেপির জেলা সহ-সভাপতি অঞ্জু ভার্গবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, গির্জার একটি অনুষ্ঠানে একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী ও তার সন্তানদের ওপর চড়াও হয়েছেন অঞ্জু। তিনি ওই নারীকে লাঞ্চিত করেন। ওই নারীকে উদ্দেশ্য করে অঞ্জুকে বলতে শোনা যায়, তিনি এই জন্মেও দৃষ্টিহীন, আগামী জন্মেও দৃষ্টিহীনই থাকবেন। এমনকি চার্চে সিঁদুর পরে বাচ্চাদের নিয়ে কেন এসেছেন সে প্রশ্নও করেন অঞ্জু।
অবশ্য অঞ্জুর দল দাবি করেছে, দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীদের জোর করে ধর্মান্তকরণ করা হতো ওই গির্জায়। সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি। তবে ভুক্তভোগী এবং গির্জা প্রশাসন উভয়ই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানান, গির্জার অনুষ্ঠানটি ছিল প্রতিবন্ধী শিশুদের জন্য একটি দাতব্য সমাবেশ। পুলিশ এখনো বিজেপির এই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
এটাই একমাত্র ঘটনা নয়। ভারতের ছত্তিসগড় রাজ্যে খ্রিস্টানদের বাড়িঘর ও গির্জায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রাজ্যের কানকের জেলায় শেষকৃত্যকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খ্রিস্টান সম্প্রদায়ের একটি বাড়িতে আগুন দেয়া হয়। এছাড়া গির্জায় ভাঙচুর ও প্রার্থনাকক্ষে আগুন দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। এ ঘটনায় পুলিশের ওপর পাথর নিক্ষেপে অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ছত্তিশগড়ের কাঁকের জেলার বাদেতেভদা গ্রামে কয়েকদিন ধরে একটি খ্রিস্টান পরিবার, স্থানীয় গ্রামবাসী এবং হিন্দুত্ববাদী গোষ্ঠীর মধ্যে বিরোধের কারণে উত্তেজনা চলছিল। এক খ্রিস্টান ব্যক্তির বাবার সমাধিস্থলকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানায়, একটি বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং সম্পত্তি ভাঙচুর হয়েছে। পুলিশের উপস্থিতিতে ধনুক-তির নিয়ে বিক্ষুব্ধ জনতা গীর্জার প্রার্থনা কক্ষে তাণ্ডব চালায়।
ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, বাদেতেভদার ঘটনাটি বিচ্ছিন্ন নয়। ২০২৫ সালে ভারতজুড়ে শেষকৃত্য সংক্রান্ত অন্তত ২৩টি ঘটনায় খ্রিষ্টানদের ওপর হামলার তথ্য তারা নথিভুক্ত করেছে। এর মধ্যে ছত্তীসগড়েই ঘটেছে ১৯টি ঘটনা। এছাড়া ঝাড়খণ্ডে দুইটি, ওড়িষ্যা ও পশ্চিমবঙ্গে একটি করে। ২০২৪ সালে প্রায় ৪০টি এ ধরণের ঘটনা ঘটে, ছত্তিশগড়ে ৩০টি, ঝাড়খণ্ডে ৬টি এবং বাকিগুলো বিহার ও কর্ণাটকে।
গত ২০ এপ্রিল গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ইস্টার প্রার্থনা চলাকালে খ্রিষ্টানদের সমাবেশে হামলা চালায় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যরা। তারা প্রার্থনাস্থলে ঢুকে লাঠি হাতে স্লোগান দিতে দিতে হট্টগোল করে।
এমন পরিস্থিতিতে ভারতের খ্রিস্টান সম্প্রদায় ভয় আর আতঙ্কের পরিবেশে বড়দিন উদযাপন করতে যাচ্ছেন।