যুক্তরাজ্যের এমপি জারা সুলতানা আনুষ্ঠানিকভাবে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। সাবেক লেবার নেতা জেরেমি করবিনের সঙ্গে মিলিতভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুলাই) দেওয়া এক বিবৃতিতে কোভেন্ট্রি সাউথের স্বতন্ত্র এমপি জারা বলেন, “আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করছি। এখন সময় নতুন রাজনীতির। জেরেমি করবিন ও দেশের অন্যান্য স্বতন্ত্র এমপিদের সঙ্গে নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলছি।”
ওয়েস্টমিনস্টার ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, “দুই-দলীয় রাজনীতি এখন কেবল ব্যর্থ প্রতিশ্রুতির খেলায় পরিণত হয়েছে। বাস্তব পরিবর্তনের জন্য নতুন পথ দরকার।”
এর আগে সংসদে লেবার পার্টির বিপক্ষে গিয়ে গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ইস্যুতে ভোট দিয়েছিলেন জারা। শিশু সুবিধা সীমা বাতিল ও পেনশনভোগীদের সহায়তা সংরক্ষণের পক্ষে তার অবস্থানের কারণে তিনি দলে কোণঠাসা হয়ে পড়েন।
জেরা সুলতানা আরও বলেন, “আমাদের এই আন্দোলন কেবল রাজনীতির জন্য নয়, মানুষের জীবনের বাস্তব পরিবর্তনের জন্য। তাই আমরা সকলকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই।”
এদিকে জেরেমি করবিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা ইনডিপেনডেন্ট অ্যালায়েন্স গ্রুপের আরও চার স্বতন্ত্র এমপির সঙ্গে আলোচনায় রয়েছেন নতুন দল গঠন নিয়ে। এরা হলেন:
শকত আদম (লেসেস্টার সাউথ)
আয়ুব খান (বার্মিংহাম পেরি বার)
আদনান হুসেইন (ব্ল্যাকবার্ন)
ইকবাল মোহাম্মদ (ডিউজবুরি ও ব্যাটলি)
গাজার পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যুতে লেবার পার্টির নীরব অবস্থানের বিরোধিতা করেই তারা উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন।
সূত্র: আনাদোলু