গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সম্প্রতি মুক্তি পেয়েছেন ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যেই আছেন আকরাম আবু বকর-যিনি ইসরায়েলের কারাগারে তিনটি যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। বহু বছর পর মুক্ত হয়ে তিনি মিশরের কায়রোতে নতুন জীবনের সূচনা করেছেন এক আবেগঘন পুনর্মিলনের মধ্য দিয়ে।

কায়রো পৌঁছে আকরাম আবু বকর আবারও বিয়ে করেন সেই নারীকে, যাকে তিনি ২৩ বছর আগে তালাক দিয়েছিলেন। কারণ, তিনি চেয়েছিলেন তার স্ত্রী যেন আজীবন এক বন্দির স্ত্রী হিসেবে কষ্টে না থাকেন।

কিন্তু সেই নারী ভালোবাসার জায়গা থেকে সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। ২৩ বছর ধরে অবিচলভাবে অপেক্ষা করেছেন স্বামীর মুক্তির জন্য। কখনো অন্য কাউকে বিয়ে করেননি, শুধু অপেক্ষায় ছিলেন প্রিয় মানুষটির ফিরে আসার।

অবশেষে বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পেয়ে ৫০ বছর বয়সে কায়রো পৌঁছান আকরাম আবু বকর। সেখানে তার সাবেক স্ত্রী অপেক্ষা করছিলেন আগের মতোই। পুনর্মিলনের মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে আকরাম সিদ্ধান্ত নেন-আবারও বিয়ে করবেন তাকে।

তাদের এই পুনর্মিলন কেবল একটি প্রেমকাহিনি নয়, বরং এটি ফিলিস্তিনি জনগণের ধৈর্য, আশাবাদ ও অটুট ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

ফিলিস্তিনের তুলকারাম শহরের বাসিন্দা আকরাম আবু বকরের মুক্তি ও পুনর্মিলনের গল্প এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা অনেকের চোখে ‘আশার বার্তা’ হিসেবে ধরা দিচ্ছে। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার সময়ের এই ঘটনা যেন প্রতীক হয়ে উঠেছে মুক্তির আনন্দ, ভালোবাসা আর মানবতার জয়গানের।