অবরূদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে ৫০,৫২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৪,৬৩৮ জন আহত হয়েছেন।

তবে গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিসহ প্রকৃত মৃতের সংখ্যা ৬২,০০০ ছাড়িয়ে গেছে।

শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া তিনটি স্কুলে পৃথক হামলায় ৩৩ জন নিহত হয়েছেন।

যাদের মধ্যে ১৮ জনই শিশু। এসব স্কুলে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল।

এছাড়া উত্তর গাজার শুজাইয়া এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর হামলায় ১৫ জন মেডিক ও রেড ক্রিসেন্টের জরুরি সহায়তাকর্মী নিহত হয়েছেন। যা একটি সম্ভাব্য যুদ্ধাপরাধ বলে মনে করছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংস্থাটির প্রেসিডেন্ট একে গাজায় চলমান যুদ্ধের ‘সবচেয়ে অন্ধকারতম মুহূর্তগুলোর একটি’ বলে অভিহিত করেছেন।

এদিকে ইসরাইলি বাহিনী গাজা সিটির আরও কয়েকটি এলাকায় বসবাসরত ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছেড়ে যেতে বলেছে।

জাতিসংঘের হিসাব মতে, ইসরাইল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা চালানোর পর থেকে প্রায় ২,৮০,০০০ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।