ইউরোপের বেশিরভাগ দেশে তাপমাত্রা রেকর্ড ভেঙে চলছে, আর স্পেনে এর প্রভাব সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।

কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত মাত্র ১৬ দিনে ১,১৫০-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় জনস্বাস্থ্য সংস্থা এই তথ্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।

গবেষণার জন্য ব্যবহৃত হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo), যা পূর্ববর্তী ইতিহাসের সঙ্গে তুলনা করে অতিরিক্ত মৃত্যুর কারণ চিহ্নিত করে।

এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা AEMET-এর তাপমাত্রা ও আবহাওয়াজনিত তথ্যও বিশ্লেষণে অন্তর্ভুক্ত হয়েছে।

MoMo সরাসরি মৃত্যুতে তাপপ্রবাহকে কারণ হিসেবে নিশ্চিত না করলেও, এটি উচ্চ তাপমাত্রার কারণে ঘটে যাওয়া অতিরিক্ত মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান প্রদান করে। আগের মাসে (জুলাই) এই সংস্থা জানিয়েছিল, মাত্র এক মাসে স্পেনে তীব্র গরমে ১,০৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৭% বেশি।

বিশ্বব্যাপী আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপপ্রবাহ আগামীতে আরও দীর্ঘ, তীব্র এবং ঘনঘন হবে।