আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফ এলাকায় সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে। এতে শহরের বিভিন্ন স্থানে ভবন ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এখনো উদ্ধার তৎপরতা চলছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী কাবুল থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক মানুষ মাঝরাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, কারণ ঘরবাড়ি ধসে পড়ার আতঙ্ক তৈরি হয়।
উল্লেখ্য, এর আগে মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। ধারাবাহিক ভূমিকম্পে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে ভয় ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।