আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নোরগাল জেলা।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কেবল কুনার প্রদেশেই এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জালালাবাদ শহরের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। মূল কম্পনের পর আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটির মাত্রা ছিল ৫.২।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হচ্ছে। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে আকাশপথে সহায়তা প্রদানের আহ্বান জানান, কারণ দুর্গম পার্বত্য এলাকায় ভূমিধসের কারণে বহু সড়ক বন্ধ হয়ে গেছে এবং স্থলপথে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।