পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর ও এক সৈনিক প্রাণ হারিয়েছেন। এই অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে আরও তিন সন্ত্রাসী।

বৃহস্পতিবার (২৪ জুলাই ) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। খবর: জিও নিউজ।

বিবৃতিতে জানানো হয়, মাস্তুং এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।

এতে সেনাবাহিনীর মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) ও সৈনিক নাজাম হুসেইন (২২) নিহত হন। মেজর জিয়াদ তার বাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে তিন সন্ত্রাসীও নিহত হয়। আইএসপিআরের ভাষায়, “তাদের নরকে পাঠানো হয়েছে।

আইএসপিআর জানায়, এলাকায় এখনো সন্ত্রাসী উপস্থিতির আশঙ্কায় অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিচালিত যেকোনো সন্ত্রাসী তৎপরতা নির্মূল করতে দেশব্যাপী কঠোর অভিযান চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের জাতীয় সংকল্পকে আরও দৃঢ় করে তুলেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। বেশিরভাগ হামলার লক্ষ্য থাকে নিরাপত্তা বাহিনী। বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।