যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন স্থানে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

কারাকাসে থাকা আলজাজিরার এক প্রতিবেদক জানান, শনিবার ভোরের দিকে আকাশে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। একই তথ্য নিশ্চিত করেছে রয়টার্সও। সংস্থাটি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, ভোরে শহরজুড়ে একাধিক উচ্চ শব্দ শোনা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাজধানীতে অন্তত সাতটি বিস্ফোরণ শোনা গেছে। এ সময় নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানও চোখে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর শহরের দক্ষিণাংশে অবস্থিত একটি প্রধান সামরিক ঘাঁটির আশপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা—তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

এই ঘটনার পটভূমিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার বিষয়টি সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে চাপ দিতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ ছাড়া অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দুই ডজনের বেশি জাহাজে হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কারাকাসে বিস্ফোরণের এই খবর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এখনো পর্যন্ত ভেনেজুয়েলা সরকার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।