বিশ্বব্যাপী ইন্টারনেট থেকে টানা ৬০ ঘণ্টার বেশি সময় বিচ্ছিন্ন রয়েছে ইরান। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘ অবরোধ। খবর আলজাজিরার।
নেটব্লকসের তথ্য অনুযায়ী, এই দীর্ঘ ইন্টারনেট বিভ্রাটে ইরানের জনগণের মত প্রকাশ, তথ্য আদান-প্রদান ও জরুরি নিরাপত্তা সতর্কতা অনুসরণে মারাত্মক বাধা তৈরি হয়েছে।
গবেষণা পরিচালক ইসিক মাতের বিবিসিকে বলেন, "২০১৯ সালের নভেম্বরের পর ইরানে আমরা এই প্রথম প্রায় পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি। এমনকি ২০২২ সালে মাহসা আমিনি হত্যার প্রতিবাদেও এত ব্যাপক অবরোধ ছিল না।"
ইরান সরকার জানিয়েছে, ইসরায়েলি সাইবার হুমকি মোকাবিলার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এটি অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একটি কৌশল হতে পারে।
ইন্টারনেট অবরোধের কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশেষ করে বিবিসির মতো প্রতিষ্ঠানগুলো ইরানের ভেতরে কাজ করতে না পারায় পরিস্থিতি যাচাই কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ইসরায়েল পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।
ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে বিশ্ব থেকে কার্যত আলাদা হয়ে পড়েছে ইরান। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।