ইউক্রেনকে ১৫০ যুদ্ধবিমান দেবে সুইডেন
রুশ বাহিনীর আক্রমণ ঠেকাতে ইউক্রেনের কাছে সর্বাধুনিক যুদ্ধবিমান গ্রিপেন-ই বিক্রির প্রস্তাব দিয়েছে নতুন ন্যাটো সদস্য রাষ্ট্র সুইডেন। ন্যাটো জোটের পক্ষ থেকে এই প্রথম এত বড় আকারে যুদ্ধবিমান সরবরাহের উদ্যোগ নিয়েছে কোনও সদস্য রাষ্ট্র। এসব যুদ্ধবিমান ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি ‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।বুধবার এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। তবে কতগুলো যুদ্ধবিমান দেওয়া হবে, এর মূল্য এবং সরবরাহের সময়সূচি নির্ধারিত হয়নি। জানা গেছে, চুক্তি অনুযায়ী ইউক্রেন সর্বোচ্চ ১৫০টি গ্রিপেন-ই যুদ্ধবিমান পাবে।এই বিমান তুলনামূলকভাবে কম খরচে রক্ষণাবেক্ষণযোগ্য এবং এটি রাস্তাঘাট বা কাঁচা মাটির রানওয়েতেও পরিচালনা করা সম্ভব। গ্রিপেন-ই মডেলটি পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় সম্পূর্ণ আধুনিকীকৃত। এতে রয়েছে নতুন রাডার ও যোগাযোগ ব্যবস্থা, উন্নত সেন্সর এবং এআই প্রযুক্তি। প্রতিটি বিমানে ১০টি অস্ত্র বহনের পয়েন্ট রয়েছে, যা দিয়ে আকাশ ও ভূমি উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।জেলেনস্কি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আমরা ইউক্রেন ও সুইডেনের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করছি। এটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, ইউরোপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। রয়টার্স, সিএনএন
এক অভিবাসীর নাছোড়বান্দা প্রচেষ্টা নিয়ে বিপাকে যুক্তরাজ্য
ছোট্ট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন এক ইরানি অভিবাসী। ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে ফেরত পাঠিয়েছিল ফ্রান্সে, কিন্তু মাত্র এক মাসেরও কম সময় পর তিনি আবারও সেই একই পথ ধরে ফিরে এসেছেন যুক্তরাজ্যে। প্রতিবেদনে বলা হয়, ওই ইরানি নাগরিককে গত ৬ আগস্ট আটক করা হয়। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য–ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় তাঁকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়। তবে ১৮ অক্টোবর তিনি আবার ছোট নৌকা করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ফিরে আসেন।দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফ্রান্সে ফেরার পর ওই ব্যক্তি মানবপাচারকারীদের হাতে আধুনিক দাসত্বের শিকার হন। তিনি অভিযোগ করেন, “ওরা আমাকে পণ্যের মতো ব্যবহার করেছে। জোর করে কাজ করিয়েছে, নির্যাতন করেছে, বন্দুক তাক করে বলেছে—একটা কথা বললেই মেরে ফেলবে।”ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর সরাসরি ঘটনাটি স্বীকার না করলেও জানিয়েছে, এক অভিবাসীকে আটক করা হয়েছে এবং দ্রুত তাঁকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। দপ্তরের এক মুখপাত্র বলেন, “আমাদের সীমান্ত অপব্যবহার করা যাবে না। যাদের এখানে থাকার আইনি অধিকার নেই, আমরা তাদের সরিয়ে দেব।”মানবাধিকার সংস্থা হিউম্যানস ফর রাইটস নেটওয়ার্ক–এর পরিচালক ম্যাডি হ্যারিস জানিয়েছেন, তাঁদের সংগঠন ইতোমধ্যে ওই ইরানি নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, “ফ্রান্সে ফেরার পর থেকেই ওই ব্যক্তি তীব্র আতঙ্কে ভুগছিলেন। তাঁর ধারণা ছিল, পাচারকারীরা আবারও তাঁকে নির্যাতন করতে পারে।”গত জুলাইয়ে চালু হওয়া ‘ওয়ান ইন, ওয়ান আউট’ স্কিমের আওতায় অবৈধ অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে, বিনিময়ে যুক্তরাজ্য আশ্রয় দিচ্ছে এমন শরণার্থীদের, যাদের প্রকৃত সুরক্ষার প্রয়োজন রয়েছে। বিবিসি, দ্য গার্ডিয়ান
ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব
ইউরোপজুড়ে বিভিন্ন দেশে বার্ড ফ্লুর নতুন ঢেউয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, ইউরোপজুড়ে নতুন করে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের মধ্যে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে। দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক বছরে বার্ড ফ্লুতে ইউরোপে শত শত কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনি খাদ্যদ্রব্যের দামও বেড়েছে এবং নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে। এছাড়া ফ্রান্সও গত মঙ্গলবার বেলজিয়ামের মতো একই পদক্ষেপ নিয়েছে। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এ সপ্তাহে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কির মৃত্যু হয়। এছাড়া আরও ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে নেদারল্যান্ডস সরকার বুধবার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড